উত্তর প্রদেশের বাদোহি এলাকায় দুর্গাপূজার একটি প্যান্ডেলে অ.গ্নিকা.ণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩ শিশুসহ ৫ জনের মৃ.ত্যু হয়েছে। আ.হত হয়েছেন ৬০ জন
রোববার (২ অক্টোবর) রাত ৯টার দিকে ওই প্যান্ডেলে আরতি চলার সময় আ.গুন লাগে। আ.হতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আ.গুনের সূত্রপাত হয়েছে।
জেলা ম্যাজিস্ট্রেট গৌরাঙ্গ র্যাট বলেন, অ.গ্নিকা.ণ্ডের সময় প্যান্ডেলটির ভেতরে প্রায় ১৫০ জন ছিলেন। ঘটনার তদন্ত করা হবে।
এদিকে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অ.গ্নিকা.ণ্ডের ঘটনায় সমবেদনা জানিয়েছেন।